সোমবার উপজেলায় পঞ্চম পর্বের নির্বাচন নিয়ে
এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক একথা
বলেন।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দশম সংসদ
নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেয়ার দিকে ইঙ্গিত করে রোববার
সাংবাদিকদের প্রশ্নে মোবারক বলেছিলেন, “নাকে খত
দিতেছেন তো। আর কী কথা।”
নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’, সরকারের ‘আজ্ঞাবহ’ বলে
বিএনপির ক্রমাগত সমালোচনার মুখে তিনি এই মন্তব্য করেন।
ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, সাংবিধানিক
একটি সংস্থায় দায়িত্ব পালনরত অবস্থায় আবদুল মোবারকের এই বক্তব্য সরকারের কথারই
প্রতিধ্বনি।
সাংবিধানিক পদে থেকে ইসি কমিশনার এ মন্তব্য
করতে পারেন কি না- এই প্রশ্নে নানক বলেন, “ভারপ্রাপ্ত
প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক পদে থাকলেও তিনি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোনো
দ্বীপের বাসিন্দা নন।
“তার বক্তব্য এই সমাজ জীবনেরই অংশ। বাস্তবতার
আলোকেই তিনি এ মন্তব্য করেছেন। এটা শুধু
তার কথা নয়, সারা দেশবাসীর কথা।”
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ইসিকে নিয়ে
প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নানক।
“স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিকে সকলের
স্বাগত জানানো উচিত। কারণ এত বড় একটি নির্বাচনে
বিএনপি-জামায়াতের সহিংসতা, নৈরাজ্য ও মিথ্যাচার চালানোর পরও তারা তাদের
কাজ ভালভাবে সম্পন্ন করেছে।”
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহের
অবকাশ নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা।
“নির্বাচন কমিশন টাঙ্গাইল উপ-নির্বাচনে একটি
ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছে, আমরা তার বিরোধিতা করিনি, বরং
স্বাগত জানিয়েছি।”
দলের ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে
নানকের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক
সম্পাদক আহমেদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আবদুস
সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন