দলের

শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

শ্রীবরদীতে জমি বিক্রি না করায় বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ক্ষেতের পাট কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা


তাসলীম কবির বাবু ,
সম্প্রতি শ্রীবরদীতে জমি বিক্রিতে রাজি না হওয়ায় জমি দখলের উদ্দেশ্যে এক নিরিহ দরিদ্রের বসত বাড়িতে হামলা করে ভাংচুর , লুটপাট ও ক্ষেতের পাট কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার শ্রীবরদী পৌরসভার তারাকান্দি মহল্লায়। এ নিয়ে ক্ষতিগ্রস্ত মোঃ সাজু মিয়া শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও এলাকার প্রভাবশালীদের চাপে নিরাপাত্তা হীনতায় ভূগছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শ্রীবরদী গ্রামের কামেজ উদ্দিন ওরফে কাপাসু পাশ্ববর্তী মোঃ সাজু মিয়ার ২০ শতাংশ জমি ক্রয় করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে সাজু মিয়াকে চাপ দিয়ে আসছে। এক পর্যায়ে সাজু মিয়া উক্ত জমি বিক্রি না করায় জমি দখল করে নেয়। এ নিয়ে গত ৩০ ডিসেম্বর সাজু মিয়া শেরপুর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে শ্রীবরদী থানার এ এস আই শামিমুর রহমান ঘটনার সত্যতা পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেও সমন্বয়ে দখলকৃত জমি সাজু মিয়ার দখলে দিয়ে দেয় এবং সাজু মিয়া তখন থেকে উক্ত জমিতে বসতবাড়ি নির্মান করে বসবাস করে আসছে। কিন্তু গত শনিবার কামেজ উদ্দিন কাপাসু দেশীয় রাম দা, ফালা লাঠিসোটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে সাজু মিয়ার বাড়িতে আক্রমণ করে ভাংচুর ও লুটপাট করে। এ সময় সাজু মিয়ার গলায় ছুরি ধরে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে যাওয়ার পথে ক্ষেতের পাট কেটে নিয়ে যায়।
এ নিয়ে সাজু মিয়া কামেজ উদ্দিন কাপাসু (৫০), তার ২ ছেলে সম্ভু মিয়া(২৫) ও সহিজল(২২), একই এলাকার অন মাহমামুনের ছেলে উকিল মিয়া (৪৫)ও মিন্টু মিয়া(৪০), মৃত আবুল হোসেনের ছেলে বোরহান(২৫) ও গাজিউর রহমান(৩৫), ধলাই মিয়া(৪৮), নশকর আলী(৪২) এবং আশকর আলী(৩৯) সহ অজ্ঞাতনামাদেও নামে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ নিয়ে এলাকার প্রভাবশালীরা সাজু মিয়াকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে বলে সাজু মিয়া জানান।
অপরদিকে এনিয়ে শুক্রবার উভয়পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বললে কামেজ উদ্দিন কাপাসু কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং ঈদের পর কাগজপত্র দেখাবে বলে চলে আসে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন