দলের

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে মোবারকের ওই বক্তব্য: বিএনপি




সোমবার এক সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার বক্তব্য
তার বক্তব্যের মতো একই ভাষায় একই বাক্যে আওয়ামী লীগের নেতারাও প্রতিদিন বক্তব্য-বিবৃতি দিয়ে যাচ্ছেনতিনি বঙ্গবন্ধু এভিনিউ বা পল্টনে গিয়ে এরকম বক্তব্য দিলে খুব বাহবা পেতেন
উপজেলা নির্বাচনের পঞ্চম পর্বে ভোটগ্রহণের মধ্যে কারচুপির অভিযোগ তুলে নয়া পল্টনে এই সংবাদ সম্মেলন করে বিএনপি, তাতে ভোট তদারকির দায়িত্বে থাকা আবদুল মোবারকের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির ক্রমাগত সমালোচনার প্রতিক্রিয়ায় আবদুল মোবারক রোববার বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেছিলেন, “নাকে খত দিতেছেন তোআর কী কথাউনার দল তো আমাদের আন্ডারে ইলেকশন করছেন তো এখন
সংসদ নির্বাচন বয়কটের পর বিএনপির উপজেলা নির্বাচনে অংশ নেয়ার দিকে ইঙ্গিত করে গত ২২ ফেব্রুয়ারি এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, “এবার বাংলাদেশের জনগণের সামনে নাকে খত দিয়ে তওবা করেনআর এ ধরনের কথা বলবেন না
সংসদ নির্বাচন বয়কট করলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে খালেদার ব্যাখ্যা, এটা স্থানীয় নির্বাচনজাতীয় নির্বাচনে তারা নির্দলীয় সরকার ছাড়া অংশ নেবেন না
রিজভীও বলেন, “আওয়ামী লীগ সরকারের কলাগাছ মার্কা এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো জাতীয় নির্বাচনে কখনো অংশ নেবে না
বর্তমান ইসিকে সরকারের অনুগতআখ্যায়িত করে তিনি বলেন, “সরকারি চাকরিরত অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারকে সবাই জানত, তিনি বর্তমান সরকারি দল আওয়ামী লীগের জবরদস্ত সমর্থক
কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগ পাওয়ার পর সবাই তার কাছ থেকে নিরপেক্ষতা আশা করেছিল, কিন্তু কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের জেতাতে ইসি সক্রিয় রয়েছে দাবি করে রিজভী বলেন, “নইলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের উদ্দেশ্যে কী করে বলতে পারেন, দলটি নাকে খত দিয়ে নির্বাচনে এসেছে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন