দলের

শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

শ্রীবরদীতে দূর্ধষ ডাকাতি ডাকাত দলের অস্ত্রের আঘাতে আহত ৬


এজেএম আহছানুজ্জামান ফিরোজ,
শ্রীবরদী পৌর শহরের পূর্ব ছনকান্দা গ্রামে মঙ্গলবার গভীর রাতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা গৃহকর্তা নুদু মিয়া (৬৫) স্ত্রী পাংখা বেগম কে কুপিয়ে গুরুত্বর আহত করেছে। মুমূর্ষ অবস্থায় এদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলো নুদু মিয়ার ছেলে আঃ হালিম, ছেলে বউ লিপা আক্তার, মেয়ে হালিম ও নাতনি হেনা। ডাকাতদল এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, উপজেলার শ্রীবরদী বকসীগঞ্জ প্রধান সড়কের পার্শ্বে পূর্ব ছনকান্দা গ্রামের মিল মালিক নুদু মিয়া সম্প্রতি ব্যাংক থেকে মোটা অংকের সিসি ঋণ উত্তোলণ করে। এ খবর মিলের শ্রমিক সহ এলাকায় জানাজানিও হয়। গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে ১৫/২০ জনের স্বশস্ত্র ডাকাত দল বসত বাড়িতে হামলা করে। এ সময় পরিবারের সকল সদস্যকে এক ঘরে এনে বেধে রেখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নুদু মিয়ার কপালে গভীর কেটে যায়। তাছাড়া গুরুত্বর আহত হয় নুদু মিয়ার স্ত্রী পাংখা বেগম। ডাকাত দল বেদম পেটায় নুদু মিয়ার ছেলে আঃ হালিম, ছেলে বউ লিপা আক্তার, মেয়ে হালিম ও নাতনি হেনা কে। ডাকাত দলের তান্ডব চলে প্রায় ঘন্টাব্যাপী। এ সময় ডাকাত দল নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরে এলাকাবাসী শেষ রাতে আহতদের শ্রীবরদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নুদু মিয়া ও পাংখা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
শ্রীবরদী থানার এসআই রহুল আমিন জানান, এ ব্যাপারে আঃ হালিম বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে একটি মামলা দায়ের করেছে। ডাকাতির সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন