শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
সারা দেশের ন্যায় গতকাল রবিবার থেকে শ্রীবরদীর ৪ ভেন্যুতে এক যোগে এইচএসসি, আলীম ও কারিগরী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার বাংলা বিষয়ের পরীক্ষা শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা ভেন্যুগুলো হলো শ্রীবরদী সরকারি কলেজ, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসা, শ্রীবরদী সরকারি বালিকা বিদ্যালয় ও আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ। এবার উপজেলার শ্রীবরদী সরকারি কলেজ থেকে ৪৬৯ জন, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ১৩৪, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ২৯৬জন আলীম ও শ্রীবরদী সরকারি বালিকা বিদ্যালয়ে শ্রীবরদী বিএম কলেজ থেকে দ্বাদশ শ্রেনীর ১২০ জন ও একাদশের ২৩০ জন এবং খড়িয়া কাজির চর মডেল টেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেনীর ৮০ ও একাদশ শ্রেনীর ১১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথম দিন বাংলা বিষয়ে পরীক্ষার দিন শ্রীবরদী সরকরি কলেজ কেন্দ্রে ১, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজে কেন্দ্রে ২ জন, শ্রীবরদী কামিল মাদরাসায় ৪ জন ও সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন