দলের

রবিবার, ১ এপ্রিল, ২০১২

শ্রীবরদীতে ২ দিন ব্যাপী শিশু মেলা


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম

শিশু ও নারী  উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীন শ্রীবরদী উপজেলা প্রশাসন ও শেরপুর তথ্য অফিসের উদ্যোগে ২ দিন ব্যাপী শিশুমেলা ২০১২ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। মেলা উপলক্ষে বুধবার শ্রীবরদী পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত করে। উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও মেলার উদ্ভোধন ঘোষনা করেন শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা আ‘লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম ওবায়দুর রহমান খায়ের মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম. শেরপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম লিটন। ২ দিন ব্যাপী শিশু মেলায় উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল, উপজেলা কৃষি অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক অফিস, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, ঢাকা আহছানিয়া মিশন, অরবিট ইন্টারন্যাশনাল স্কুল সহ স্থানীয় বিভিন্ন সংগঠন মেলায় ষ্টল বসিয়েছে। বিকালে মেলা প্রাঙ্গণে বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন