ডেক্স:
নারী ও পুরুষের মাঝে সব সময়েই কিছু বিষয় গোপন থাকে। নারীরা যেমন তাদের কিছু ব্যাপার পুরুষের কাছ থেকে সব সময়েই লুকিয়ে রাখেন, ঠিক একই ভাবে পুরুষরাও নারীদের কাছ থেকে কিছু বিষয় গোপন রাখতে পছন্দ করেন। একান্তই নিজস্ব কিছু আবেগ, অনুভূতি ও ব্যক্তিগত বিষয়কে তাঁরা সহজে নারীদের কাছে প্রকাশ করতে চান না। আসুন জেনে নেয়া যাক এমন ১০টি সত্য সম্পর্কে যেগুলো অধিকাংশ পুরুষই নারীদের কাছ থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন।
১) পাশে স্ত্রী থাক কিংবা প্রেমিকা, পাশ দিয়ে একজন সুন্দরী নারী হেঁটে গেলে অধিকাংশ পুরুষই সেই নারীর দিকে তাকাতে পছন্দ করেন।
২) পুরোনো কোনো প্রতারণা কিংবা শারীরিক সম্পর্কের ব্যাপারে তাঁরা কখনই বর্তমান প্রেমিকা/স্ত্রীর সাথে আলাপ করেন না। এই বিষয়গুলো সব সময়েই লুকিয়ে রাখতেন তাঁরা।
৩) জীবনে একবার হলেও পর্ন ছবি দেখেছে প্রতিটি পুরুষই। কিন্তু এই কথা নারীদের কাছে সহজে স্বীকার করতে চায় না পুরুষরা।
৪) প্রায় সকল পুরুষই বন্ধুর সুন্দরী স্ত্রী, স্ত্রীর সুন্দরী বান্ধবী কিংবা বোনের সাথে সময় কাটাতে এবং আড্ডা দিতে ভালোবাসে।
৫) অধিকাংশ পুরুষই আড়ি পেতে নারীদের মেয়েলী গল্প শুনতে পছন্দ করে। কিন্তু এই বিষয়টি তাঁরা কখনই স্বীকার করে না।
৬) প্রতিটি পুরুষই তার নারী সঙ্গিনীর অপছন্দের অভ্যাস কিংবা বস্তুর ব্যাপারে আকর্ষণ বোধ করে।
৭) পুরুষরা দিনে অন্তত একটি ঘন্টা একা, নিজের মত করে সময় কাটাতে চায়। কিন্তু এই কথাটি তাঁরা নিজের সঙ্গীকে কখনো বলার সাহস পায় না।
৮) নারীদের সাথে শপিং করতে যেতে কোনো পুরুষই পছন্দ করেন না। কিন্তু এই বিষয়টি তারা সহজে নারীদের কাছে প্রকাশ করেন না।
৯) প্রতিটি পুরুষই শারীরিক মিলনের ক্ষেত্রে নারী সঙ্গীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করেন। বিশেষ করে শারীরিক মিলনের ক্ষেত্রে নারী সঙ্গীর প্রাধান্যটাকে তাঁরা বেশ উপভোগ করেন।
১০)প্রতিটি পুরুষই তার নারী সঙ্গীর পুরুষ বন্ধুদের প্রতি মনে মনে একটু হলেও ঈর্ষা করেন। কিন্তু এই বিষয়টি তাঁরা সহজে প্রকাশ করেন না।
.jpg)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন