নিজস্ব প্রতিবেদক :
এরশাদের কড়া সমালোচনা করে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, এরশাদ বিশ্বাসঘাতক ও বিশ্ববেহায়া। জাতীয় পার্টিতে তার আর কোনো স্থান হবে না। এরশাদকে জাতি থুতু বাবা হিসেবে জানে। তিনি সকলের থুথু বাবা।
শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানয়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, নীতিগত কারণে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেনি। তারা যতটুকু করেছে তা তাদের স্বার্থের জন্য করেছে।
তিনি বলেন, ভারত বাংলাদেশে ফ্যাসিবাদের শক্তিদাতা ও পরামর্শদাতা। ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সু-সস্পর্ক নাই। তবে তারা ইচ্ছা করলেই এদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা হলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর স্বাধীনতার ঘোষক হলেন জিয়াউর রহমান। শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি।
কাজী জাফর বলেন, শেখ হাসিনা ভারত আসার ১১ দিনের মাথায় জিয়া কিভাবে খুন হয়েছিলেন ইতিহাসবিদরা সেটা বের করবে।
অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান প্রমুখ বক্তব্য রাখেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন