দলের

রবিবার, ২৯ জানুয়ারি, ২০১২

শ্রীবরদীতে চেয়ারম্যানের মুক্তির দাবিতে মিছিলে পুলিশ ছাত্রলীগের হামলা দুইশতাধিক লোকের নামে মামলা ৫ গ্রাম পুরুষশূন্য


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদী রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আবু শাহমা কবিরের মুক্তির দাবিতে মিছিলে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় পুলিশ দেড়শতাধিক লোকের নামে মামলা দায়ের করেছে। গ্রেফতার এড়াতে পুরুষশূন্য হয়ে পড়েছে রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার এলাকা সহ ৫ গ্রাম। অনেক মহিলা ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী মিছিলে থাকায় পরিবারের সকল সদস্যদের নিয়ে বাড়ি ঘড় ছেড়েছে অনেক পরিবার। শান্তিপূর্ণ মিছিলে  পুলিশ ও পুলিশের ভাড়াটে ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে হামলা করানোয় শ্রীবরদীতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সুর্যিনা ও আবু শাহমার মোবাইল ফোনের রেকর্ডকৃত কথোপকোথনে জানা গেছে মালাকোচা গ্রামের আব্দুল আলীমের স্বামী পরিত্যাক্তা কন্যা সূর্যিনা আক্তার মোবাইল ফোনে রানী শিমুল ইউনিয়নের চেয়ারম্যান আবু শাহমা কবিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। মঙ্গলবার রাতে সূর্যিনা আক্তার তার মা বাড়িতে  থাকবে না বলে আবু শাহমা কবিরকে বাসায় ডেকে নেয় এবং বলে যে তার ভাবিকে একটি কার্ড করে দিলে কিছু বলবে না। পূর্বপরিকল্পনামতো মঙ্গলবার রাতে আবু শাহমা কবির সূর্যিনার বাসায় গেলে আগে থেকেই প্রস্তুত থাকা লোকজন আবু শাহমা কবির কে আটক করে থানায় খবর দেয়। ওই রাতেই সূর্যিনা বাদী হয়ে আবু শাহমা কবিরকে আসামী করে ধর্ষন চেষ্টার অভিযোগে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ পরদিন আবু শাহমা কবিরকে শেরপুর কোর্টে প্রেরণ করে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রানীশিমুল ইউনিয়নের সহস্রাধিক নারী পুরুষ চেয়ারম্যানের বিরুদ্ধে সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদ, মুক্তি দাবি ও ওসির প্রত্যাহারের দাবিতে মিছিল নিয়ে  শ্রীবরদীতে আসতে থাকে। এ খবরে সকাল থেকেই শ্রীবরদী থানা ও অতিক্তি পুলিশ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার স্থানীয় ভাড়াটে ছাত্রলীগ কর্মীরা তাতিহাটি আইডিয়াল স্কুলের সামনে স্বশস্ত্র অবস্থান নেয়। মিছিলটি শ্রীবরদী পৌর এলাকার তাতিহাটি পোড়াগড় ব্রিজের ওপরে আসা মাত্র স্থানীয় ছাত্রলীগ ক্যাডার ও পুলিশ হামলা চালায়। মিছিলে থাকা মহিলারা বিবস্ত্র হয়ে ছুটে পালাতে থাকে। এ সময় মিছিলে অংশগ্রহনকারী মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ রানীশিমুল ইউপি সদস্য তারা মিয়া, ছামিউল হক ও আছর উদ্দিন নামে ৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে ৪৮ জনের নামে ও অজ্ঞাত আরও দেড়শতাধিকের নামে পুলিশের উপর হামলার অভিযোগ শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতার আতঙ্কে রানীশিমুল ইউনিয়নের হাঁসধরা, কোনাপাড়া, বাঘহাতা, দক্ষিন বিলভরট, কালাপাড়া সহ কয়েক গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। সরজমিনে গ্রামগুলো ঘুরে দেখা গেছে অনেক পরিবারের মহিলা ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা মিছিলে অংশগ্রহণ করায় সপরিবারে এলাকা ছেড়েছে। এলাকাবাসীরা নাম প্রকাশ না করার শর্তে  জানায়, প্রতিবাদ জানানোর অধিকার সবারই আছে। দেশের আইন শৃংখলা পরিপন্থী হলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ছাত্রলীগকে দিয়ে হামলা করানোয় তারা পুলিশের বিচার দাবি করেছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, বৃহস্পতিবার পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৮ জনসহ অজ্ঞাত আরও দেড়শতাধিকের নামে মামলা হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন