নিজস্ব প্রতিবেদক,
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
ভোটগ্রহণ শেষে রাত পৌনে ৯টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার
মোয়াজ্জেমুল হক।
সিইউজের নতুন সভাপতি দৈনিক পূর্বকোণের ফিচার
এডিটর এজাজ ইউসুফী ১১৪ ভোট পেয়েছেন। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ
হায়দার চৌধুরী পেয়েছেন ৯৮ ভোট।
১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বৈশাখী
টেলিভিশনের ব্যুরো প্রধান হাসান ফেরদৌস। তার
নিকটতম দৈনিক পূর্বকোণের সিনিয়র রির্পোটার মোহাম্মদ আলী পেয়েছেন ৯২ ভোট।
সহ-সভাপতি পদে দৈনিক পূর্বদেশের সিনিয়র
রিপোর্টার রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১২৯ ভোট। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরূপম দাশগুপ্ত পেয়েছেন ১০৬
ভোট।
৯৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক
আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ। নিকটতম
প্রতিদ্বন্দ্বী গাজী টিভির ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো ও ভোরের কাগজের স্বরূপ
ভট্টাচার্য্য দুজনই পেয়েছেন ৬৪ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলাদেশ
প্রতিদিনের সাইদুল ইসলাম ১৪০ ভোট পেয়েছেন। নিকটতম
নিউজ বিএনএ’র পুলক সরকার পেয়েছেন ১০৬ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের
চিফ রিপোর্টার ম. শামসুল ইসলাম ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার
নিকটতম শিবির আহমদ রাশেদ পেয়েছেন ৪১ ভোট।
অর্থ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের আবছার
মাহফুজ ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার
নিকটতম দৈনিক কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম পেয়েছেন ৬০ ভোট।
নির্বাহী সদস্য পদে রাশেদ মাহমুদ সর্বোচ্চ
১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্য দুই নির্বাহী সদস্য হলেন
ফারুক তাহের (১৫৪ ভোট) ও এনামুল হক (১০৮ ভোট)
.jpg)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন