মো. ফেরদৌস আলী, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে দি ফারমার্স ব্যাংকের ১১ তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন ‘ সরকার দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে।’
রবিবার সকাল ১১ টায় শ্রীবরদীতে দি ফারমার্স ব্যাংকের ১১ তম শাখা উদ্ভোধন করা হয়েছে। দি ফারর্মাস ব্যাংকের চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘ বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা ছিল ৪২ ভাগ। আমরা বিগত ৫ বছরে ২৬ ভাগ এ নামিয়ে এনেছি এবং আগামী ৫ বছরে দারিদ্র সীমার হার ১৮ ভাগে নিয়ে আসব।’ শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এমপি প্রকৌ. একেএম ফজলুল হক, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, দি ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোসতাক আহমেদ, নির্বাহী কমিটি চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতি, ভাইস চেয়ারম্যান ড.মোহাম্মদ আতাহার উদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সাঈদ আহমেদ, উপজেলা আ’লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, বিশিষ্ট ব্যবসায়ী ছাইদুর রহমান দুলা ও ব্যাংকের শাখা ব্যাবস্থাপক উত্তম কুমার বড়–য়া প্রমূখ।
পরে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে ব্যাংকের ১১ তম শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন