দলের

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৩টি বসতবাড়ি পুড়ে ছাঁই


রমেশ সরকার,
শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের চরশিমূল চড়া বলদিয়া পাড়া গ্রামের ইউপি মেম্বার জহুরুল হকের বাড়িতে রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৩৩ টি বসতঘর পুড়ে ছাই হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে ১২টি পরিবার। এছাড়া তিগ্রস্ত হয়েছে আরো ১৮ টি বতসঘর। আকস্মিক এ অগ্নিকান্ডে য়তির পরিমাণ কোটি টাকার উপরে হবে বলে জানিয়েছে স্তানীয়রা ।
জানাগেছে, রবিবার গভীর রাতে উপজেলার চরশিমূলচড়া বলদিয়া পাড়া গ্রামের জহুরুল হক মেম্বারের বাড়ির হোসেন আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুন ছড়িয়ে পড়লে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ৩৩ টি বসত বাড়ি। এতে ধান, চাল, শুকনা মরিচ, মিষ্টি কুমড়া, স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র সহ তির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। অপরদিকে এতবড় অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সহায়তা না পাওয়ায় ােভ প্রকাশ করেছে এলাকাবাসী। সোমবার সকালে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, ভেলুয়া ইউপি চেয়ারম্যান হামিদুল হক শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে অগ্নিকান্ডের আকস্মিকতায় সর্বস্ব খুইয়ে দিশেহারা হয়ে পড়েছে শিশু, নারী, বৃদ্ধ সহ অর্ধ শতাধিক ভাগ্যহত মানুষ। পর্যাপ্ত সাহায্য সহযোগিতা না পাওয়ায় পরিবার পরিজন কে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে বলে জানান তিগ্রস্ত হোসেন আলী।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন