দলের

শনিবার, ১৩ জুলাই, ২০১৩

শ্রীবরদীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার


মোঃ ফেরদৌস আলী
শনিবার রাতে শ্রীবরদী থানা পুলিশ খঞ্চেপাড়া বাজার থেকে ইয়াবা সহ শাহি (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী শাহী খঞ্চেপাড়া উত্তর পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ এ সময় তার কাছ থেকে ২০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শাহি উপজেলায় ইয়াবা ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার এসআই আবুল কালাম, এএসআই মুক্তি মাহমুদ ও মিল্টন খঞ্চেপাড়া বাজারে ক্রেতা সেজে বিকাল থেকে উৎ পেতে থাকে। রাত ৯ টার দিকে ২০ টি ট্যাবলেট বিক্রির জন্য নিয়ে আসলে পুলিশ শাহি কে গ্রেফতার করে।
শ্রীবরদী থানার এসআই আবুল কালাম জানান, এ ব্যাপারে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন