দলের

রবিবার, ২২ এপ্রিল, ২০১২

শ্রীবরদীতে জাল টাকা সহ ১ ব্যবসায়ী গ্রেফতার


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদী থানা পুলিশ শনিবার রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের কোনাপাড়া থেতে নগদ জাল টাকা সহ ১ জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ১২ হাজার টাকার জাল নোট সহ পুলিশ রানীশিমুল ইউনিয়নের কোনাপাড়া থেকে নূর ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে শ্রীবরদী থানার কনস্টেবল মজনু ও এসআই বশির আহমেদ বাদল ক্রেতা সেজে রানিশিমুল ইউনিয়নের কোনাপাড়া গ্রামের জাল টাকার ব্যবসায়ী নূর ইসলাম কে আটক করে। এ সময় পুলিশ ১২টি ১ হাজার টাকার নোট সহ নূর ইসলাম কে আটক করে। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ নূর ইসলামকে শেরপুর কোর্টে প্রেরণ করেছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন