শ্রীবরদী নিউজ২৪ ডটকম
শেরপুরে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের হামলায় সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুল হক রুবেলের উপর পুলিশি হামলার প্রতিবাদে শ্রীবরদীতে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা এ সময় একটি ট্রাক ভাংচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
জানা গেছে, বিএনপি কেন্দ্রিয় নেতা এম ইলিয়াছ আলী গুমের প্রতিবাদে বুধবার শেরপুর সদরে মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ মিছিলে হামলা করলে শেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল গুরুত্বর আহত হয়। এর প্রতিবাদে বুধবার দুপুরে শ্রীবরদী পৌর শহরে মিছিল বের করে বিএনপি। মিছিলটি শ্রীবরদী পৌর শহর প্রদিক্ষিত শেষে খামারিয়া পাড়া রোডে জেলা পরিষদ মার্কেট মোড়ে প্রতিবাদ সমাবেশের সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় মিছিলকারী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শক্তি বৃদ্ধি করলে মিছিলকারীরা পিছু হটে। এর আগে মিছিলকারীরা একটি ট্রাক ভাংচুর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন