শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
গত বৃহস্পতিবার শ্রীবরদীতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা ও পানি সরবরাহ (জিওবি ইউনিসেফ) প্রকল্পের আওতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে ও ঢাকা আহছানিয়া মিশনের সহায়তায় এ উপলক্ষে ২২ মার্চ বিশ্ব পানি দিবসে শহরে বর্ণাঢ্য র্যালী বের করে। পরে উপজেলা পরিষদ কম্পাউন্ডে উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ মোতালেব, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইলিয়াছ মল্লিক, সমবায় অফিসার অপরুপা মালাকার, কৃষি সম্প্রসারন অফিসার আজিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, ঢাকা আহছানিয়া মিশনের ইউসিডিও এ এইচ এম মাহমুদ পলাশ, প্রেসক্লাব সভাপতি আঃ মান্নান সরকার, সহ-সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সম্পাদক কামরুজ্জামান আবু প্রমুখ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন