শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের পরপর ২ বারের সফল চেয়ারম্যান, জাতীয় পার্টি ও সাবেক ছাত্র নেতা আবু হানিফা আবু গত শুক্রবার রাত ৩ টায় হার্টস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না.........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি ৩ মেয়ে ১ ছেলে ও ২ স্ত্রী রেখে গেছেন। শনিবার বিকাল সাড়ে ৪ টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে জানাযার নামায শেষে তাতিহাটি পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে শ্রীবরদী উত্তর বাজারের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে শ্রীবরদী হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেরপুর নেয়ার পথে রাস্তায় তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবরে পুরা শ্রীবরদী মূহুর্তে স্তব্ধ হয়ে যায়।
শনিবার শ্রীবরদী শিল্প ও বণিক সমিতি ও কাঁচা বাজার সমিতি শোক প্রকাশ হিসাবে উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ রাখে। শ্রীবরদী আওয়ামীলীগ সভাপতি আশরাফ হোসেন খোকা তার প্রতিক্রিৃয়ায় জানান, তরুণ নেতা আবু হানিফার মৃত্যুতে শ্রীবরদী বাসী এক তরুণ নেতৃত্বকে হারালো। উপজেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র আঃ হাকিম জানান. অকালে আবু হানিফা আবুর মৃত্যুতে যে ক্ষতি হলো তা কাটিয়ে উঠতে শ্রীবরদীবাসীর সময় লাগবে। তিনি এলাকায় ন্যায় বিচারক নামে পরিচিত ছিলেন। তিনি পর পর ২ বার তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। বিকালে আবু হানিফা আবুর জানাযার নামাযে শেরপুর জেলা বিএএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাাবেক এমপি খন্দকার মোঃ খুররম, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, উপজেলা বিএনপি সভাপতি ও পৌরমেয়র আঃ হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ দশসহস্রাধিক লোক অংশগ্রহন করেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন