দলের

বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

শ্রীবরদীতে গাছের সাথে শত্রুতা

মোঃ ফেরদৌস আলী, শ্রীবরদী প্রতিনিধি:

শ্রীবরদীতে জমি সংক্রান্ত ঘটনায় দুই শতাধিক বনজ গাছ কেটে ফেলেছে ভুমি দস্যুরা। এ ঘটনায় বাধা দিতে হিয়ে গুরুত্বর আহত হয়েছে ৩ জন। এ নিয়ে মোঃ আঃ হালিম শ্রীবরদী থানায় একটি মামলা করেছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর এলাকার পোড়াগড় গ্রামের হযরত আলী আনুমানিক ২৫ বছর পূর্বে মিয়ার উদ্দিনের কাছে ২১ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। বর্তমানে ঐ জমিতে ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে। কিন্তু কিছুদিন থেকে জালকাটা গ্রামের ভূমি দস্যু সুন্দর আলী গং ওই জমি জবরদখল করার চেষ্টা করে আসছে। ঘটনার দিন গত শুক্রবার বিকালে মোঃ সুন্দর আলীর নেতৃত্বে ১০/১২ জন প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওক্ত জমিতে থাকা ২ শতাধিক গাছ কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ভূমি দস্যুদের অস্ত্রের আঘাতে হাবিবুর রহমান গুরুত্বর আহত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা ময়না বেগম ও নূর ভানু নামে ২ মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করে। এ নিয়ে মোঃ হালিম বাদি হয়ে আদালতে জালকাটা গ্রামের সুন্দর আলী (৪০), উকিল মিয়া (৩০), বদি মিয়া(২৫), জবেদ আলী(৫৫), সুন্দর আলী (৩৫), আঃ বারিক (২৫), সদাগর (৩০) ও আলমগীর (২০) নামে একটি মামলা দায়ের করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন