দলের

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

বকসীগঞ্জে ফেনসিডিল সহ সেনাবাহিনীর মেজর গ্রেফতার



নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের বকসীগঞ্জে ফেনসিডিল সহ এক মেজর কে গ্রেফতার করছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে রৌমারী- ঢাকা সড়কের কামালপুর থেকে সেনাবাহিনীর ঐ মেজর, ১টি প্রাইভেটকার সহ আরো ২ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত চট্রগ্রাম সেনানীবাসের মেজর ইমতিয়াজ নাসিম ময়মনসিংহের এক ডাক্তারের ছেলে।
বকসীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুড়িগ্রামের রাজিবপুর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি কামালপুরে তল্লাশি করলে ৫১ বোতল ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এ সময় প্রাইভটেকারে শ্রীবরদী উপজেলার মামুন ও ময়মনসিংহ ছোটবাজার এলাকার সাঈদ নামে ২ জনকে আটক করা হয়েছে।গ্রেফতারের পর নিয়মানুযায়ী নাছিমকে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও অপর ১ জনের নামে মাদক আইনে মামলা হয়েছে। 
উল্লেথ্য মেজর নাসিম ছুটিতে ছিলেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন