তাসলীম কবির বাবু,মামলার বেড়াজালে পড়ে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া হয়ে পড়েছে। বিএনপির তৃণমূল পর্যায়ে কোন নেতাকর্মী এলাকায় না থাকায় পুুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
শুক্রবার জেলা শহরে গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় শেরপুর সদর থানার উপ পরিদর্শক মনিরুল আলম ভূইয়া আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রুতবিচার আইন) ও পুলিশ অ্যাসল্টের অভিযোগ এনে মামলা করেন। মামলায় আসামী করা হয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীকে। এদের মধ্যে শ্রীবরদী উপজেলা ও পৌর ছাত্রদলের সভাপতি, সম্পাদক সহ বেশ কয়েকজনের নাম রয়েছে। এমনিতেই বিগত কয়েক বছর থেকে একাধিক মামলা ও গ্রেফতারে শ্রীবরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দিশেহারা। এরমধ্যে নতুন করে আরও ২টি মামলায় গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে প্রায় সবাই। তৃণমূলের অনেকে দিনে এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেলেও গ্রেফতার আতঙ্কে সন্ধার পর এলাকা ছাড়ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন