শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গতকাল মঙ্গলবার দুপুরে স্পন্সর ও ননস্পন্সর শিশুদের জাঁকজমকপূর্ণ ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করেছে। এ উপলক্ষে শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ চত্বরে এডিপি ম্যানেজার মি. সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে জন্ম দিনের কেক কাঁটার পর অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, গান, নৃত্য, নাটিকা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ডিভিশনাল ডাইরেক্টর মি. পিন্টু আরেং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র এডিপি ম্যানেজার শেরপুর কাস্টার মি. সজল বৈদ্য, ঝিনাইগাতী এডিপি ম্যানেজার মি. পরিতোষ রেমা, আদিবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস. কর্ণিয়া সাংমা কর্ণঝোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মি. সুশীল চন্দ্র মন্ডল, স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার মি. উজ্জ্বল শিকদার, স্বাস্থ্য প্রকল্প অফিসার মো. মনির হোসেন, বনানী চিসাম, শিক্ষা প্রকল্প ম্যানেজার মি. ঝান্ডা ¤্রী, সি এস ও মি. প্রাঞ্চন, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প্র অফিসার মো. হাফিজুল হক সোহাগ, হারুন অর রশিদসহ আরো অনেকেই। আলোচনা শেষে জন্মদিন উপলক্ষে প্রতিটি শিশুকে উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য প্রকল্প অফিসার লুচিয়া চিসিম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন