দলের

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপ শ্রীবরদীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত

Add caশ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড গোল্ডকাপ চ্যাম্পিয়ন বাড়ার চর সরকারি প্রাঃ বিদ্যালয়কে পুরস্তার তুলে দিচ্ছেন প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌঃ একেএম ফজলুল হক।ption


এজেএম আহছানুজ্জামান ফিরোজ
বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা মঙ্গলবার শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ড কাপে ফাইনালে ভেলুয়া ইউনিয়নের বাড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় ৩-০ গোলে বাড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে। অপরদিকে মেয়েদের খেলায় বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা‘র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌঃ একেএম ফজলুল হক অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, জেলা আ‘লীগ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধ আব্দুল্লাহ ছালেহ, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, রোজিনা প্রমুখ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন