শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
গতকাল বুধবার শ্রীবরদী থানা পুলিশ শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির ভায়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যাবসায়ী নূর ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮ টার দিকে শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ডে ভায়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির (চট্ট মোট্রো স-১১-০০১৬) বাসে অভিযান চালিয়ে বাসের মালামাল রাখার বাক্সে বস্তায় রাখা ৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ বাস থেকে মাদক ব্যবসায়ী উপজেলার মালাকোচা গ্রামের নূর ইসলাম কে আটক করে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, মাদক ব্যবসায়ী নূর ইসলাম হলুদের বস্তায় ভরে বাসে করে ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে শ্রীবরদী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

It is just eyewash. Might be police did not get their percentage according to contract and that being the reason, Noor Islam has been caught by police.