শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
গতকাল দুপুরে শ্রীবরদীর সীমান্ত বর্ডার রাস্তা থেকে মোফাজ্জল (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোফাজ্জল মারাক পাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র। এ ব্যাপারে শ্রীবরদী থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, মোফাজ্জল শনিবার সকালে পাহাড়ে কাজ করতে যায়। দুপুর সাড়ে বারোটার দিকে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প থেকে সামান্য পূর্বে বর্ডার রাস্তা ও মারাক পাড়া রাস্তার সংযোগ থেকে মোফাজ্জলের লাশ দেখতে পায়। এ সময় মোফাজ্জলের মাথা থেকে রক্ত ঝরছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রক্তে ও লাশের আশে পাশে বুট জুতার ছাপ ছিল। তাছাড়া ওই রাস্তা দিয়ে বিজিবি সদস্যরা ডিউটি করেছে। তাদের ধারনা বিজিবি এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন