শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীবরদীর সীমান্তবর্তী বালিজুরী এলাকা থেকে সোমবার রাতে রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে পুলিশ সনাক্ত করতে পারেনি। এব্যাপারে শ্রীবরদী থানায় একটি জিডি হয়েছে।থানা সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সোমবার রাতে শ্রীবরদী থানার পুলিশ উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় শ্রীবরদী থানা পুলিশ বালিজুরি উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পাহাড়ের ঢালুতে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ৪৮ রাউন্ড চায়না ৭.৬২ এম.এম পিস্তলের গুলি উদ্ধার করে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম সেবা ঘটনার সত্ত্বতা স্বীকার করে শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানায়, কারা এ ঘটনার সাথে জড়িত তাদের সর্ম্পকে তদন্ত করা হচ্ছে। ওই দিনই শ্রীবরদী থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন