দলের

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

আর্জেস গ্রেনেড মামলার পালাতক আসামী ঢাকায় গ্রেফতার

শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদীর আলোচিত আর্জেস গ্রেনেড মামলার আসামী শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী রায়হান কে পুলিশ দীর্ঘদিন পর ঢাকা থেকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গত জরুরী সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসায় শ্রীবরদী উপজেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী রায়হান সয় কয়েকজন শ্রীবরদী উপজেলা বিএনপি সভাপতি আঃ হাকিম কে ফাসাঁতে তার বাসায় একটি তাজা আর্জেস গ্রেনেড রেখে আইন শৃংখলা বাহিনীকে খবর দেয়। এ নিয়ে তদকালীন সময়ে শ্রীবরদী থানায় একটি মামলা হয়। কিন্তু মামলার পর রায়হান গাঢাকা দেয়। ২৬ ডিসেম্বর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার এসআই বশির আহমেদ বাদল ও এ এসআই রহুল আমিন ঢাকার পশ্চিম মালিবাগ এলাকার নিউ স্কাটন রোড থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএমসেবা শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকায় গিয়ে আর্জেস গ্রেনেড মামলার পালাতক আসামী আবু রায়হান মোঃ আল বেরুনীকে গ্রেফতার করে শ্রীবরদী থানায় নিয়ে এসেছে। এ মামলার অন্যান্য আসামীরা বহু আগে গ্রেফতার হলেও আবু রায়হান মোঃ আল বেরুনী ঢাকায় আত্মগোপন করে ছিল।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন