দলের

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

১০ দিন থেকে সূর্যের দেখা নেই

প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় শ্রীবরদীর জনজীবন বিপর্যস্ত
১ জনের মৃতু্

 
শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
একটানা ১০ দিন থেকে সূর্যের দেখা নেই৷ প্রচন্ড শীত ও ঘন কুয়াশার সাথে উত্তরের গারো পাহাড়ের হিমেল বাতাসে সীমান্তবর্তী শ্রীবরদী অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ গতকাল শুক্রবার রাতে পৌর শহরের তারাকান্দি গ্রামের হজনউদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মৃতু্য হয়েছে৷ গত কয়েক দিনের প্রচন্ড শীতে বেড়ে গেছে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, সর্দি, জ্বর, শ্বাসকষ্ঠ সহ ঠান্ডা জনিত রোগ৷ ঘন কুয়াশায় উপজেলার অধিকাংশ বোরো বীজতলা জ্বলে যাচ্ছে৷ এতে বোরো চারার সংকট দেখা দিতে পারে৷ সীমান্তবর্তী এ উপজেলায় এখনও তেমন শীতবস্ত্র বিতরনের খবর পাওয়া যায়নি৷ ত্রান মন্ত্রণালয়ের যে শীত বস্ত্র বিতরন করা হয়েছে তা চাহিদার তুলনায় নগন্য৷ তবে শীত থেকে রক্ষা পেতে সবপেশার মানুষের ভীড় বেড়েছে পুরাতন গরম কাপড়ের দোকানে৷ শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুত্‍ফর রহমান জানান, উপজেলায় ১০ টি ইউনিয়নে ৫৫০ পিছ শীতবস্ত্র চেয়ারম্যানদের মাধ্যমে বিতরনের জন্য বন্টন করা হয়েছে৷ উপজেলা কৃষি সমপ্রসারন কর্মকর্তা মোঃ আজিজুল হক জানান, দীর্ঘদিন ধরে ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে সমস্যা হতে পারে৷ তবে উপসহকারীদের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম জানান, গত কয়েকদিনে হাসপাতালে ঠান্ডা জনিত রোগীদের ভীড় বেড়েছে৷

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন