দলের

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গারো পাহাড় অধ্যুষিত শ্রীবরদীর জনজীবন


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফর ডটকম
গত কয়েক দিনের ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে স্থবির হয়ে পড়েছে শ্রীবরদীর জনজীবন। গত ১ সপ্তাহ থেকে সূর্য দেখা যায় নি। প্রচন্ড ঠান্ডায় উপজেলায় বেড়েছে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া সহ ঠান্ডা জনিত রোগ। বিশেষ করে শিশূ ও বৃদ্ধদের অনেকেই গুরুত্বর অসুস্থ হয়ে পড়ছে। ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজ তলা। গারো পাহাড়ের পাদদেশে এ এলাকার অবস্থান হওয়ায় শীতের তীব্রতা অন্যান্য এলাকার চেয়ে বেশি। অপেক্ষাকৃত দরিদ্র এলাকা বলে অনেকেরই প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় তেমন জরুরী কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। সরকার থেকে যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে তা চাহিদার তুলনায় সামান্য। বাধ্য হয়ে অনেকেই কমদামে শীতবস্ত্র কেনার জন্য ভীড় করছে পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম জানান, গত কয়েক দিনের প্রচন্ড ঠান্ডায় উপজেলায় ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান জানান, উপজেলায় ৫'শ ৫০ টি শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন