বিনোদন ডেক্স:
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বর্ণিল অায়োজনের মধ্য দিয়ে উদযাপনের কথা থাকলেও নানা কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি।
চলচ্চিত্র উৎসবে এসময়ের জনপ্রিয় সব তারকাদের পারফর্ম করার কথা ছিল। সেই তালিকায়ে ছিলেন অনন্ত জুলিল, শাকিব খান এবং মাহির মতো জনপ্রিয় সব তারকারা। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি যে এদের কারোরই সেদিন পারফর্ম করার সৌভাগ্য হয়নি।
আকস্মিক জ্বরের কারণে অনন্ত জলিল পারফর্ম করতে না পারলেও অনুষ্ঠানে ঠিকই উপস্থিত হন। কিন্তু শাকিব পুরো অনুষ্ঠানেই ছিলেন অনুপস্থিত। কিন্তু সব থেকে দুঃখজনক হলো, মাহি এসেছিলেন ঠিকই কিন্তু শেষমেশ আর পারফর্ম করতে পারেননি।
গতকাল ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল মাহির। তিনি ‘দবীর সাহেবের সংসার’ ছবির গানের সাথে নাচার কথা ছিল। কিন্তু কি এমন ঘটে!
সেই অনুযায়ী মাহি, বাপ্পি ও রোজ অনুষ্ঠান স্থলে হাজির হন রাত ৮টার দিকে। কিন্তু ঠিক সাড়ে আটটার দিকে মাহিকে বের হয়ে আসতে দেখা যায়। মাহি রাগান্বিত স্বরে বলতে থাকেন, "আমি কোন পারফর্ম করব না, আপনারা ডেকে এনে আমাদের অপমান করেছেন।"
এই সময় পরিচালক এস এ হক অলিক তাকে বুজিয়ে শুনিয়ে আবার অনুষ্ঠান স্থলে নিয়ে গেলেও কিছুক্ষণ পর আবারও বেরিয়ে আসেন। এরপর আর তিনি অনুষ্ঠান স্থলে আর ফিরে যাননি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন