দলের

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

শেরপুরবাসী গ্রহন করল সংরক্ষিত আসনের এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলীকে


তাসলীম কবির বাবু: 
আজ ৫ এপ্রিল শেরপুর জেলা শিল্প কলা একাডেমীতে বরণ করে নিল  সংরক্ষিত আসনের এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলীকে ।
সকাল থেকেই শেরপুর শহর ছিল নতুন রঙে সাজ সজ্জায় । মোড়ে মোড়ে গেট ও ফেস্টুন ব্যানার এবং ফুলের তোরা দিয়ে সজ্জিত শহর । অপেক্ষা ও দীর্ঘ সময়ের ব্যবধানে প্রায় ৪ থেকে ৫ শত মোটর সাইকেলের বহর সামনে হুইছেল বাজিয়ে রমরমা সাজে শেরপুর জেলায় প্রবেশ করলেন ।
বেলা ৩ টায় জেলা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে ফুলের পাপড়ি ছিটিয়ে ছোট শিশুরা তাকে বরণ করে নেয় এবং পরে শেরপুর জেলা আওয়ামীলীগ এর পক্ষ  থেকে সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের সহযোগী সংগঠন, শেরপুর চেম্বার অব কমার্স, জেলা মিল মালিক সমিতি , জেলা আইনজীবী সমিতি, ট্রাক মালিক সমিতি, জেলা ট্রাক ট্যাঙ্কলরি সমিতি, চাতাল শ্রমিক সমিতি , চাতাল কল মালিক সমিতি  ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এর নেত্রীবৃন্দ ফুলের তোরা ও পাপড়ি ছিটিয়ে তাকে বরণ করে নেয় ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন