দলের

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

শ্রীবরদীতে ভারতীয় মদ উদ্ধার


মোঃ তাসলীম কবির বাবু,
শুক্রবার শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের জলংগা মাধবপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে অজ্ঞাতনামাদের নামে শ্রীবরদী থানায় একটি ডায়েরী করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের জলংগা মাধবপুর গ্রামের মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের বাড়ির সামনের রাস্তার উপরে বস্তায় ভরা অবস্থায় ভারতীয় এমসি ডুয়েল ব্রান্ডের ১০ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এসআই রহুল আমিন জানান, এ ব্যাপারে অজ্ঞাত নামে মাদক আইনে থানায় একটি ডায়েরী করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন