দলের

বুধবার, ২৪ জুলাই, ২০১৩

শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষ আহত ৮

তাসলীম কবির বাবু ,
শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে জমি দখল কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয়পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে উত্তর বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বুধবার সকালে শ্রীবরদী উত্তর বাজারের ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু জাফর তার ক্রয়কৃত জমির দখল নিতে চাইলে পার্শ্বের
জমির মালিক এসএম মামুন ও এসএম সোহেলের সাথে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে মূর্হুতেই উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শ্রীবরদী বাজারে। পরে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে জমির কাগজপত্রাদি সহ থানায় যোগাযোগের কথা বলে চলে আসে। সংঘর্ষে আহত খোরশেদ আলম (৩০), শহিদুল ইসলাম (২৮), ইমরান (২৭) জুম্মন (২৮), মোশরাফ (২৭), আবু রায়হান (২৬), এস এম সোহেল (৩২) ও জাহাঙ্গির কে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বর্তমানে উত্তর বাজারে আতঙ্ক বিরাজ করছে।
শ্রীবরদী থানার এসআই রহুল আমিন জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে শান্ত অবস্থা বিরাজ করছে। এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। আমরা উভয়পক্ষকে জমির কাগজপত্র সহ থানায় আসতে বলেছি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন