দলের

বুধবার, ৭ মার্চ, ২০১২

শ্রীবরদীতে গোয়ালঘরে আগুন ৬ টি গরু পুড়ে ছাই


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
গতকাল মঙ্গলবার মধ্যরাতে শ্রীবরদী উপজেলার মামদামারী গ্রামে গোয়ালঘরে আগুন লেগে ৬ টি গরু পুড়ে গেছে। এ সময় ৫০ টি মোরগ ও ৪ টি কবুতরও পুড়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মামদামারী গ্রামে মোঃ সদাগর আলীর গোয়াল ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় গোয়ালঘরে থাকা ৬ টি গরু, ৫০ টি মোরগ ও ৪ টি কবুতর সহ গোয়ালঘরটি পুরে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সদাগর আলী জানান, গোয়ালঘরে মশা তাড়ানো জন্য কোন আগুন তিনি দেননি। কেউ শত্র“তা করে তার গোয়ালঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এতে তার ৫ লক্ষাধিক টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা জানান, বিষয়টি আমি শুনেছি। ক্ষতিগ্রস্তকে সাহায্যের জন্য আবেদন করতে বলা হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন