শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীবরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী শ্রীবরদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত করে। শ্রীবরদী সরকারি কলেজে মাঠে উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা‘র সভাপতিত্বে শিশু সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ সভাপতি মুক্তিযোদ্ধের সংগঠক আশরাফ হোসেন খোকা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন