দলের

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২

শ্রীবরদীতে বিদ্যুতপৃষ্ঠে ১ শ্রমিক মৃত্যু আহত ৬


শ্রীবরদী নিউজটুয়েন্টিফর ডটকম
শুক্রবার বিকালে শ্রীবরদীর কর্ণঝোড়া বাজারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে লোকমান হোসেন (৪০) নামে ১ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছে অপর ৬ শ্রমিক। আহতরা হলো শেরপুর উপজেলার কুমড়ী কৃষ্ণপুর গ্রামের শাহজাহান (১৯), রফিকুল (১৭), কালাম হোসেন (১৯), আঃ আওয়াল (৩৫), মানিক (২৮) ও ইজ্জত আলী (২০)। মুমূর্ষ অবস্থায় আহতদের শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জানা গেছে,শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজারে শ্রমিকরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকুপ বসানোর কাজ করছিল। কাজ শেষে শ্রমিকরা নলকুপ বসানোর লোহার পাইপ নামানোর সময় তা শ্রীবরদী- কর্ণঝোড়া পল্লী বিদ্যুতের ৩৩ কেভি মেইন লাইনের উপর পড়লে সবাই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক লোকমান হোসেনের মৃত্যু ঘটে। আহতদের শ্রীবরদী হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন