শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়েনের সীমান্ত থেকে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কর্ণঝোড়া বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা কোন মাদক ব্যবসায়কে আটক করতে পারেনি। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি জিডি করা হয়েছে।
জানা গেছে ১৭ জানুয়ারী মঙ্গলবার উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামের রাবার বাগান থেকে ৪৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদের বোতল উদ্ধার করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি। এ ব্যাপারে কর্ণঝোড়া বিওপি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আবু তাহের বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি জিডি করেছে। উদ্ধারকৃত মাদক ৬ ব্যাটলিয়নের সদর দপ্তর জামালপুরে পাঠিনো হয়েছে। কিছুদিন পর পর শ্রীবরদীর এ সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার হলেও মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতার করতে না পারায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন