দলের

শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১২

'প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন'


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার শিক্ষা কে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন৷ এ লক্ষ্যে এ সরকার প্রথমেই যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছে৷ শ্রীবরদীর বানিবাইদ এ.এ.এম.পি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে শ্রীবরদী- ঝিনাইগাতি আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এ কথা বলেন৷ তিনি বলেন, এর আগে বাংলাদেশে মানসম্পন্ন কোন শিক্ষানীতি ছিল না৷ দেশের উন্নয়ন শিক্ষার উন্নয়ন ছাড়া সম্ভব নয়৷ তাই সরকার ক্ষমতায় এসেই বাস্তবসম্মত শিক্ষানীতি প্রণয়ন করে৷ যাতে জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়৷ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ কে বাস্তবায়ন ও দেশের উন্নয়ন ধারা অব্যহত রাখতে আবারো শেখ হাসিনার সরকারকে ভোট দিয়ে ক্ষমাতায় আনার আহবান জানান৷ বিশেষ অতিথির বক্তব্যকে উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, মানুষের মৌলিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করার দায়িত্ব সরকারের৷ আর সরকারের এ মৌলিক চাহিদা প্রদানে সহযোগিতা করতে জনগণকে সচেতন হতে হবে৷ অক্লান্ত পরিশ্রম করতে হবে৷ শিক্ষা ছাড়া সচেতন নাগরিক পাওয়া সম্ভব নয়৷ তাই তিনি শিক্ষকদের পাঠদানে আরো মনোযোগী হয়ে সুনাগরিক তৈরী করে জাতীয় সরকারের ভিষন ২০২১ বাস্তবায়নে সহযোগিতার আহবান জানান৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিকুর রহমান খসরু, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তারিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহানশাহ মোঃ এলমে শফি তারা, সাবেক শিক্ষক শ্রী পরিতোষ কুমার রায়, প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ইজ্জত আলী৷ পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন৷

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন