দলের

মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১২

শ্রীবরদী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন বকসীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক। বিকাল সাড়ে ৩ টায় অধ্যক্ষ প্রফেসর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম। বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ সারোয়ার জাহান, , শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আলিফুল হাসান, উপজেলা কৃষি অফিসার এফ.এম মোবারক আলী, বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ফরহাদ আলম, শিক্ষক পরিষদ সম্পাদক সাখাওয়াত হোসেন, সমাজসেবা অফিসার আবু ইলিয়াছ মল্লিক  ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, প্রাক্তন প্রধান শিক্ষক ছামিউল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রশিদ আহমেদ তালুকদার।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন