দলের

সোমবার, ২ জানুয়ারি, ২০১২

বিজয়ের ৪০ বছর উপলক্ষে শ্রীবরদীতে নবজাগরণ প্রি-ক্যাডেটের বার্ষিক ক্রীড়া, ফলাফল ঘোষনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
বিজয়ের ৪০ বছর উত্‍যাপন ও ফলাফল ঘোষনা উপলক্ষে শ্রীবরদীর প্রথম সারির কিন্ডার গার্টেন নবজাগরণ প্রি-ক্যাডেট একাডেমী বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক আলোচলা সভা আয়োজন করে৷ বৃহস্পতিবার রাতে একাডেমী মাঠে বার্ষিক ক্রীড়া, ফলাফল ঘোষনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম৷ অন্যান্যের মধ্যে শ্রীবরদী পৌর মেয়র আঃ হাকিম, মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফী লতা, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ওবায়দুর রহমান খায়ের মুন্সী, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, শ্রীবরদী এপিপিআই প্রাক্তন প্রধান শিক্ষক ছাবেদ আলী, কমান্ডার জহুরুল হক মুন্সী বীর প্রতিক (বার), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুলাহ ছালেহ, একাডেমীর সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, এপিপিআই প্রাক্তন শিক্ষক বরকত আলী বিএসসি, জহুর আলী, আঃ রহমান, প্রেসক্লাব শ্রীবরদীর সাধারন সম্পাদক কামরুজ্জামান আবু প্রমুখ৷ পরে একাডেমীর শিক্ষার্থী এবং ক্ষুদে গানরাজ শিল্পী রশ্বি মনি ও তার দল গান ও নৃত্য পরিবেশন করে৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমী পরিচালক শাহীনুল বারী, শরীরচর্চা শিক্ষক এসএম সোহান ও মনিকা আফরোজ৷

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন