দলের

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

ফুটতে দাও ফুল‘র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ২ দিন ব্যাপী শিশু উৎসব

শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
আজ শিশু-কিশোর সংগঠন ফুটতে দাও ফুল এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৩ সালের ২৯ ডিসেম্বর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় একটি পাঠাগার স্থাপনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘সুপ্ত প্রতিভা বিকাশ করি/সুন্দর ভবিষ্যত এসো গড়ি’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ছোটদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নানাবিধ কাজ করে আসছে। শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা লিখন, উপস্থিত বক্তব্য, দেশাত্মবোধক গান, একক নৃত্য, একক অভিনয়, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে। স্কুলের শিক্ষার্থীরা এতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। বিভিন্ন দিবস পালন করেছে। বৃক্ষরোপণ অভিযানে শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫ শতাধিক গাছের চারা বিতরণ করেছে। ফুলকলি নামে ছোটদের জন্য একটি পত্রিকা প্রকাশ করে আসছে। এর নবম সংখ্যা বাজারে এসেছে।
আজ ফুটতে দাও ফুল এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু উৎসব নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় আগামী ১৮ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী শিশু উৎসব অনুষ্ঠিত হবে। এতে থাকছে  শিক্ষার্থীদৈর জন্য পুরস্কার প্রতিযোগিতা, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা, পুরস্কার বিতরণ ও ফুটতে দাও ফুল সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া এখন থেকে প্রতিবছর বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাত ব্যক্তিকে শিশুদের নিয়ে কাজ করায় ফুটতে দাও ফুল সম্মাননা পদক প্রদান করা হবে। ২০১১ সালে শিশুসাহিত্যের শিশুসাহিত্যে অবদান রাখায় পদক পাচ্ছেন যারা- সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আলম তালুকদার, আনজীর লিটন, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার, লুলু আব্দুর রহমান ও রইস মনরম। আগামী ২০ জানুয়ারি তাদের হাতে পদক তুলে দেওয়া হবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন