শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্ত থেকে শুক্রবার দুপুরে বিপুল পরিমান ভারতীয় রুপি সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কর্ণঝোড়া বিজিবি৷ এ সময় অন্যজন পালিয়ে যায়৷ ওই দিন বিকালেই আটককৃত ভারতীয় নাগরিককে শ্রীবরদী থানায় হস্তান্তর করেছে বিজিবি৷ কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ও শ্রীবরদী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প জওয়ানরা শুক্রবার দুপুর ১ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা গ্রামের একাশি কাঠ বাগান থেকে ভারতীয় নাগরিক শ্রী সেংমেন এম সাংমা (২৫) কে আটক করে৷ তার কাছে থাকা ভারতীয় ৮৯ হাজার ৩৬০ রুপি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি৷ এ সময় অপর ভারতীয় নাগরিক লিউস এম সাংমা (২৫) পালিয়ে যায়৷ আটক সেংমেন এম সাংমা ভারতের তুরা জেলার আমপাতি থানার আমপাতি কালকাতোলা গ্রামের জিনাট এম মারাকের পুত্র৷ এ ব্যাপারে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ সুবেদার আবু তাহের বাদি হয়ে শুক্রবারই শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে৷
বাংলাদেশের সীমান্তবর্তী একটি উপজেলা শ্রীবরদী। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই উপজেলায় মুসলমান, হিন্দু, খ্রীস্টান, গারো, কোচ, হাজং, বর্মণসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে বসবাস করছেন। বিস্তৃত জোড়া ফসলের মাঠ আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য মানুষকে হাতছানি দিয়ে ডাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন