দলের

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

শ্রীবরদীতে ২ দিনব্যাপী শিশু উৎসব

 শ্রীবরদীনিউজটোয়েন্টিফোর
জেলার শ্রীবরদী উপজেলা সদরে অবস্থিত শিশু-কিশোর সংগঠন ফুটতে দাও ফুল প্রতিষ্ঠালগ্ন থেকেই ছোটদের নিয়ে নানান আয়োজন করছে। সাহিত্য আসর, প্রতিযোগিতা, পত্রিকা প্রকাশ, বৃক্ষরোপণসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ছোটদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসছে ২৯ ডিসেম্বর সংগঠনের ৮ম বছরপূর্তি হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে সংগঠন আয়োজন করতে যাচ্ছে এক ‘শিশু উৎসব’। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী শ্রীবরদী মিলনায়তনে (অডিটরিয়াম) এই শিশু উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রথম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন বেলুন উড়িয়ে মূল অনুষ্ঠান উদ্বোধন এবং আনন্দ র‌্যালি বের হবে। এরপর আলোচনা সভা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। উল্লেখ্য যে, এবার বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার ছয় শিশু সাহিত্যিককে দেওয়া হবে ‘ফুটতে দাও ফুল সম্মাননা পদক’। এছাড়াও একটি রঙিন স্মরণিকা প্রকাশ করা হবে।
গত ২৯ নভেম্বর সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন