শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
গতকাল শুক্রবার বিকালে শ্রীবরদী উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে সাথী (৭) নামে এক শিশুর। অগ্নিকান্ডে ১২ বসতঘর সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে শ্রীবরদীর উত্তর বাজারে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে উত্তর বাজারের চান মিয়া, সাদা, লাল মিয়া, বিডেলু মুন্সী, নূর হাফেজ মিস্ত্রী,গোল্লা মিয়া, চিনিবাপের ১২ টি বসতবাড়ি সম্পুর্ন ভস্মিভূত হয়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা সাদা মিয়ার শিশু কন্যা সাথী (৭) আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আধাঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।

Dear reporter,
We would like to request you to remove the terrible picture(burned human remain) from the news.